বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে

 অনেকের জানার আগ্রহ বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে। আবার অনেকে ভাবেন যে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান CEO মার্ক জাকারবার্গ  ছাড়া আর কে হতে পারে। কিন্তু ফেসবুক ব্যবহার কারির মধ্যে ৪ স্থানে আছে সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমান CEO মার্ক জাকারবার্গ। এখন ভাবতাছেন তাহলে কে? তার আগে ৩ টি অ্যাকাউন্ট ফেসবুক ট্রায়াল হিসেবে খুলা হয়েছিল। গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ শীর্ষ ১০ ব্যবহারকারীর তালিকা প্রকাশ হয়েছে। প্রথম ৩ টি আইডি পরীক্ষামূলকভাবে রাখা হয়েছিল। আর এই তালিকায় ৪ তম স্থান রয়েছে অ্যাকাউন্টটি জাকারবার্গের।  



প্রথম দশজন ফেসবুক ইউজার সবাই জুকারবার্গের নিকট সুপরিচিত ছিলেন। জুকারবার্গ ছাড়াও, তালিকায় এফবির সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জুকারবার্গের রুমমেট অ্যারি হাসিটও রয়েছে। ডাস্টিন মুসকোভিজ, অ্যান্ড্রু ম্যাককালাম এবং ক্রিস পুটনামও পরিচিত ছিলেন।


বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে সবার অজানা এক ব্যপার বাংলাদেশে ১ম ফেসবুক আইডি কে খুলেছে । চলুন বিষয়টি সম্পর্কে ডিটেইলস জানা যাক।আসলে এটি মুশকিল যে এফবি বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্ট কে খুলেছে, হয়তো এফবি রেকর্ড করেনি। ফেসবুক সৃষ্টি করার সময়, মার্ক জুকারবার্গ যদি জানতেন যে এটা এত জনপ্রিয় হবে, তাহলে এটা বিশ্বের প্রতিটি দেশে ফেসবুক আইডি রেকর্ড করত।





বাংলাদেশে ফেসবুক অফিস কোথায় 


২০০৬ সালের ২২ আগস্ট বাংলাদেশের ফেসবুক চালু হয়। এবং এইটির পুরোপুরি পাবলিক করা হয় ২০০৭ সালের ১৪ ই মে থেকে। এখনো বাংলাদেশের কোন ফেসবুক অফিস নেই। এবং global business group এর vice president, Dan Nearby বলেন present  এ বাংলাদেশের ফেসবুক অফিস খুলার কোন পরিকল্পনা নেই।  বাংলাদেশের কোন ফেসবুক অফিস না থাকার কারনে এই দেশের কোন হেল্প সেন্টার নাই। যদি আপনি ফেসবুক থেকে কোন সাহায্যের প্রয়োজন হয় আপনাদের সরাসরি তাদের হেল্প লাইনে তাদের সাথে যোগাযোগ কারতে হবে। বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে, এখনকা ফেসবুক হয়ে উঠেছে একটি বিজনেসের মাধ্যম। এখন ফেসবুকের business করে অনেক মানুষ সফল পেয়েছে। 

বাংলাদেশে ফেসবুক চালু হয় কত সালে


ফেসবুক ২০০৪ সালের ৪ রে ফেব্রুয়ারী চালু করা হয়েছিল। বাংলাদেশের ফেসবুক ব্যবহার শুরু হয় ২০০৬ সাল থেকে। আনমানিক ২২/২৩ আগস্ট বাংলাদেশের প্রথম চালু হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখন ফেসবুক ব্যবাহাকারি আকাশ্ছুয়া হয়ে গেছে। দেশের ব্যবহার কারির সংখা ২০০৯ সালে মাএ ৯৬ হাজার ছিল এখন তা বেড়ে হয়ে গেছে এক কোটি আট লাখ। ফেসবুকে নিজের মতো ছবি পোস্ট, নতুন পুরাতন বন্ধদের সাথে আলাপ আলোচনা, এবং ইনফরমেসন আদান প্রদান করার পাশাপাশি অন্য কাজেও এটির ব্যবহার বেরেই যাচ্ছে এবং এখন সরকারি অফিসগুলোতেও ফেসবুক এর ব্যবহার করা শুরু করেছে। ফেসবুক কে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন পেশার সুযোগ। বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে এইটা বলা যায় না। যদি জানতো এই ইনফরমেসনটা এত জনপ্রিয় লাভ করবে তাহলে এইটাই আগে লিখা হতো ইতিহাসের পাতায়। 

ফেসবুকের মালিক কে


বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছে। ফেসবুক চলু হয় ৪ ফেব্রুয়ারী,২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা কালিন মার্ক জুকারবার্গের এই যোগাযোগ মধ্যম টি তৈরি করা হয়েছিল। তারা নিজেরা ব্যবহার করার জন্য এইটি করা হয়েছিল। পরে এইটি বিশ্বব্যাপী ছরিয়ে পরে মানুষের কাছে হয়ে উঠে জনপ্রিয়। ২০০৬ সালের আগস্ট মাসের কৌশলগত কারণে মাইক্রোসফ্ট ফেসবুকের সাথে সম্পর্ক তৈরি করে। তার পরের সেপ্টেম্বর মাস থেকে ফেসবুক মানুষের কাছে ওপেন করে দেওয়া হয়। আগে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরাই এর ব্যবহার করতে পারতো। এর পর থেকেই বাংলাদেশে ফেসবুক চালু হয়। 


বাংলাদেশের প্রথম কে ফেসবুক আইডি খুলেছে সেটি জানার খুব গুরুত্বপূর্ণ  বিষয় ছিল। তাই আজকের আর্টিকেল  থেকে আরো কোন কিছু জানার থাকলে আমাদের কে জানাতে ভুলবেন না। 


আমেদের সাথে থাকার  জন্য ধন্যবাদ। আমরা  নানান রকমে আই টি তথ্য দিয়ে থাকি। আমাদের আর্টিকেলটি  যদি ভালো লাগে তাহেলে আমাদের সাথেই থাকু। আপনাদের বন্ধদের কাছে share করুন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন