ইন্টারনেটের আর একটি অন্ধকার জগৎ dark web। Another dark world of the internet is the dark web.


ইন্টারনেটের আর একটি অন্ধকার জগৎ dark web। Another dark world of the internet is the dark web.

ইন্টারনেট নামটা শুনলে এক বিশাল জগতের কথা মনে পড়ে যায়। ইন্টারনেট জগতে শুধু যে ভালো কিছু আছে তা কিন্তু না খারাপ বিষয় আছে। হ্যা, আপনি ঠিক পড়েছেন। আমরা dark web এর কথা বলতে চাচ্ছি।

আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালো ওয়েব। আমরা যা ব্যবহার করি তা মূল্যত ইন্টারনেটের ৪% ব্যবহার করি। আর ৯৬% হলো ইন্টারনেটের ভিতরে লুকানো। তার একটি হলো dark site আর একটি হলো deep web।

এই পোস্টে আলোচনা করবো dark site এর সম্পর্কে আর একদিন আলোচনা করবো deep web সম্পর্কে। এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

কোন ভুল হলে সেটা দয়া করে ক্ষমার চোখে দেখবেন।

What is the dark web?

কালো জগতের ভিতরে ঢুকানোর আগে কালো জগৎ কী? এই সম্পর্কে জেনে নেওয়া ভালো। এইটি হলো ইন্টারনেটের একটি অন্ধকার অংশ। যেখানে বিভিন্ন চুরা কারবার করা হয়। সেখানে মাদক থেকে নিয়ে মানুষের দেহের যাবতিয় কল কব্জা পাওয়া যায়।

সেই কালো জগতে সাধারণ মানুষের জন্য প্রবেশ করাটা একটি ঝুকিপূর্ণ ব্যপার, কারন সেখানে থাকে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর হ্যাকারেরা। হ্যাকার কারা? তা আজকে আলোচনা করবো না। অন্য একটি পোস্টে আলোচনা করবো।

এই কালো জগৎ এ সাধারন মানুষ প্রবেশ করলে হ্যাকারদের ফাদে আটকে যাবে যে কেউ খুব সহজে। তারা আপনার ফোন বা কম্পিউটার হ্যাক করে আপনার যাবতিয় তথ্য নিয়ে যাবে আপনি জানতেও পারবেন না। তারা ওয়েব ক্যামেরার মধ্যমে খুব সহজে আপনার ছবি তুলে নিতে পারে।

একবার আপনার তথ্য হাতে পেলে আপনাকে তারা ব্লাকমেইল করা সুরু করবে এবং বিশাল অংকের টাকা চেয়ে বসবে মুক্তি পন হিসেবে। মুক্তি পন না দিলে আপনার তথ্য ভাইরাল করে আপনার মান হানি করবে। সেটা আপনার জন্য ভালো বয়ে আনবে না।

how to enter the dark web

ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে Tor browser এর সাহায্য নিয়ে হবে। Tor browser কে আবার The Anonymous Browser বলে ডাকা হয়। আপনি Google গিয়ে টাইপ করলেই পেয়ে যাবেন।

প্রথমে Tor browser আপনার ফোন বা কম্পিটাউরে Install করে নিবেন। তার পরে সেটা ওপেন করলে Search Engine সেখানে ডার্ক ওয়েবের লিংক দিয়ে ইন্টার করলেই ডার্ক ওয়েবে প্রবেশ করবেন।

ডার্ক ওয়েবের Search Engine এর নাম:  Duckduckgo.

আপনি এই Browser ব্যবহার করতে পারেন কিন্তু ডার্ক ওয়েবের লিংকে প্রবেশ করবেন না ভুলেও। কারন সেখানে আছে বড় বড় হ্যাকার। একবার যদি আপনি কোন হ্যাকারের হাতে পরেন তাহলে আপনার বেচে থাকে আর মরে যাওয়া সমান হয়ে যাবে।

dark web browser


ডার্ক ওয়েবে প্রবেশ করতে হলে আপনাকে Tor browser এর সাহায্য নিয়ে হবে। আপনি Google গিয়ে টাইপ করলেই পেয়ে যাবেন।

এইটি কোন সাধারণ browser না। আপনি যদি google কোন কিছু লিখে Search করেন তাহলে browser History তে জমা হয়ে থাকে কিন্তু ডার্ক ওয়েবে কোন History নেই। আপনাকে কেউ খুজে পাবে না।

www.dark web.com login


Dark site কিভাবে login করতে হয় তা আমরা উপরে আলোচনা করেছি। সেখান থেকে যেনে নিতে পারবেন।

ইন্টারনেট যত দিন থাকবে এই চুরা চালান এখানে তত দিন থাকবে। অনেক কম্পানি থেকে গবেশনা চালিয়েছে এই অবৈধ কাজগুলা সরানোর জন্য তা পারেনি। কারন ইন্টারনেট যতদিন থাকবে ততদিন এই কাজগুলা থেকে যাবে। ইন্টারনেট যত উন্নত হতে থাকবে তত dark site এর উন্নত হতে থাকবে।

আশা করি আমরা আপনাদেরকে সহজে বুঝাতে পেরেছি। আমাদের ব্লগটি ভালো লাগলে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর কোন কিছু অ জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
  

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন