ইন্টারনেট আবিষ্কার করেন কে? এর ইতিহাস। Who invented the Internet? Its history


ইন্টারনেট আবিষ্কার করেন কে? এর ইতিহাস। Who invented the Internet? Its history

বন্দুরা আমরা এখন ডিজিটাল যুগে রয়েছি। ডিজিটাল যুগে ডিজিটালভাবে সব কাজ হয়ে থাকে। ডিজিটালভাবে কাজ করার জন্য আমাদের প্রয়োজন ইন্টারনেট। আজকে আমরা আলোচনা করবো ইন্টারনেট আবিষ্কার করেন কে?

এই সময়ে ইন্টারনেট ছাড়া মনে হয় পুরো জাতীই অচল। কারণ, আমাদের নিত্য দিনের কাজ করার জন্য প্রয়োজন ইন্টারনেট। ব্যবসা বানিজ্য থেকে সুরু করে প্রায় সকল কাজই ইন্টারনেটের উপর নির্ভর করে। ধীরে ধীরে এর আরো উন্নতি হচ্ছে। আজকে আমাদের এই পোস্টে আমরা ইন্টারনেটের ইতিহাস জানাবো। ইন্টারনেট সম্পর্কে জানার জন্য আমাদের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

ইন্টারনেট কী?


অন্তজাল বা ইন্টারনেট হলো সারা পৃথিবীতে পরস্পরের সাথে ছড়িয়ে থাকা কতগুলো কম্পিউটার যা জনসাধারনের মাঝে উন্মুক্ত আছে। যা আইপি বা ইন্টারনেট প্রটোকল নামে এক ব্যবস্থা যার মাধ্যমে ডেটা আদান প্রদান করে তাকে ইন্টারনেট বলে।

ইন্টারনেট কিভাবে কাজ করেঃ   সাধারনত আমরা ইন্টারনেট দুইভাবে ব্যবহার করে থাকি। এক হলো সেটেলাই এর মাধ্যমে আর একটি হলো সুমুদ্রের তলদেশে কেবল বিছিয়ে ইন্টারনেটের সংযোগ করা হয়েছে তার মাধ্যমে। আমরা প্রায় ৮০ থেকে ৯০ % ইন্টারনেট কেবলের মাধ্যমে পেয়ে থাকি। আর ১০% সেটেলাইটের মাধ্যমে পেয়ে থাকি।

ইতিমধ্যে আপনার ভাবতাছেন তাহলে মোবাইলে কিভাবে ইন্টারনেট পেয়ে থাকি তাই না? ঠিক ভাবছেন। আপনাদের বাড়ি বা বাসার আসে পাসে যে মোবাইল টাওয়ার দেখতে পান সেগুলোর মাধ্যমে আমরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে থাকি।

ইন্টারনেট ব্যবহার করতে হলে আগে একটি সার্ভারের সাথে কানেক্ট হতে হবে। আপনি যে ইন্টারনেট ব্যবহার করছে সেই ইন্টারনেট এর নাম হলো ISP (internet service provider) আগে তাদের সাথে চুক্তি করতে হয় তার পরে আপনাকে ইন্টারনেট ব্যবহার করতে হয়।

যেমণঃ  আপনি যদি সিম ব্যবহার করেন তাহলে সিম দিয়ে যে ইন্টারনেট ব্যবহার করেন সেটাই একটা উদাহারণ।

ইন্টারনেট এর পূর্ণরূপ কি?

আপনারা অনেকেই আছেন যারা ইন্টারনেটের Full meaning জানার জন্য google বিভিন্ন ব্লগ খুজা খুজি করতাছে কিন্তু ভালো কোন ব্লগ পাচ্ছেন না। তাদের কে আমরা বুঝানোর জন্য চেষ্টা করবো ইন্টারনেটের full meaning কী?

ইন্টারনেট হলো একটি মায়াজাল। যার মধ্যে প্রবেশ করলে একটি নেশার মত কাজ করে চলুন তাহলে জান যাক।

INTERNET FULL MEANING: Interconnected network (আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক)আশা করি বুঝতে পেরেছেন।


ইন্টারনেট আবিষ্কার করেন কে? এর ইতিহাস। Who invented the Internet? Its history

ইন্টারনেটের আদি নাম কি ছিল? 


আবার কেউ কেউ ভাবছেন সব নামের একটি আদি নাম থাকে কিন্তু ইন্টারনেটের আদি নাম কি ছিল। আপনি ঠিক বলেছেন ইন্টারনেটের আদি নাম আছে। তাহলে চলুন জেনে নেই আদি নাম।

ইন্টারনেটের যাত্রা সুরু হয় ১৯৬৯ সালে। আর বাংলাদেশে ইন্টারনেট আসে ১৯৯৬ সালে।

Old name of internet : ARPANET(আরপানেট) নামে পরিচিত ছিল এটি।

আজকের ব্লগটি ছিল ইন্টারনেট সম্পর্কে। আশা করি এই ব্লগটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। এই ধরনের আরো পোস্ট পেতে রিগুলার আপনাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন