প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২৩। YouTube Channel Opening Rules 2023

 

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

বর্তমানে বিনোদন দেওয়া ও নেওয়ার অথবা টাকা ইনকাম করার জন্য ইউটিউব হলো একটি বড় মাধ্যমে। প্রায় ৬০% অনলাইন ট্রাফিক আসে ইউটিউব থেকে কারণ তারা কেউ বিনোদন নেওয়া বা কোন পন্য কেনাকাটার জন্য আসে।

আপনি কি ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জনতে চান? তাহলে চলুন আমরা জানি  মোবাইল ও কম্পিউটার দিয়ে  খুলতে হয়।  

প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম 

প্রফেশনাল  চ্যানেলের জন্য আপনাকে প্রফেশনাল একটি জিমেইল একাউন্ট লাগবে।

আপনাকে personal একাউন্ট থেকে brand একাউন্ট এ transfer করতে হলে। ইউটিউবের যে নিয়ম কারণ আছে সেগুলো মানতে হলে। নিচে নিয়ম দেওয়া আছে।

You tube কী? 

সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি কোন ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে একটি চ্যানেল খুলা প্রয়োজন হবে।

যেমন আপনার ফেসবুকে একটি একাউন্ট আছে ঠিক সেরকম একটি চ্যানেল প্রয়োজন হয়। এই একাউন্টকে/মাধ্যমকে।

ইউটিউব চ্যানেল কত প্রকার?

ইউটিউব একাউন্ট ২ প্রকার, একটি পারসোনাল চ্যানেল ও আর একটি ব্র্যান্ড চ্যানেল।

পারসোনাল চ্যানেল হলো যেটি একজন একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করে সেটি পারসোনাল। আর অন্যদিকে ব্র্যান্ড চ্যানেল একাদিক ব্যক্তি নিয়ন্ত্রণ করে বা সেটিতে কাজ করে তাকে ব্র্যান্ড চ্যানেল বলা হয়।

You tube খুলার প্রয়োজনিয় তথ্য

একটি চ্যানেল খোলার জন্য কিছু প্রয়োজনিয় তথ্যের প্রয়োজন হয়। সেগুলোর সম্পর্কে আলোচনা করবো।

চ্যানেল খুলার প্রয়োজনিয় তথ্য —- আপনার কাছে ইন্টারনেট সংযোগ থাকলে আপনি খুব সহজে একটি চ্যানেল খুলতে পারবেন।

ইন্টারনেট সংযোগ

জিমেইল অর্থাৎ গুগল একাউন্ট

ভেরিফাই করার জন্য একটি মোবাইল নাম্বার

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলবো

আপনার মোবাইলে যদি একটি ইউটিউব অ্যাপ থাকে এবং একটি জিমেইল একাউন্ট থাকে আর যদি সেই জিমেইল দিয়ে কোন ইউটিউব চ্যানেল খুলা না থাকে। তাহলে আপনি খুব সহজে একটি একাউন্ট খুলতে পারবেন।

প্রথমে ইউটিউব অ্যাপ ডাউনলোড করতে হবে

ইউটিউব অ্যাপে প্রবেশ করতে হবে

টপ মেন্যু থেকে টপ রাইট কর্নার থেকে আপনার প্রোফাইল পিকচার ক্লিক করতে হবে

তারপর My Channel সিলেক্ট করতে হবে

আপনার চ্যানেল এর নাম দিতে হবে। তারপর Create Channel ক্লিক করতে হবে

Ok আপনার একটি চ্যানেল খোলা হয়েগেছে।


যদি আপনার আগে কোন চ্যানেল খোলা থাকে সেটাকে লগ ইন করে নিয়ে সেটাতে কাজ করতে পারেন।

কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

এখনো যদি আপনার জিমাইল দিয়ে ইউটিউব চ্যানেল খুলা না থাকে তাহলে আপনি কম্পিউটার দিয়ে খুব সহজে আপনি একাউন্ট খুলতে পারবেন।

আপনার ব্রাউজার থেকে YouTube.com এ প্রবেশ করুন 

আপনার কম্পিউটারে জিমেইল একাউন্টে সাইন-ইন করা না থাকলে সাইন-ইন করুন

টপ রাইট কর্নারে থাকে প্রোফাইল আইকনে ক্লিক করুন

তার পরে My Channel এ ক্লিক করুন

এরপর আপনার চ্যানেলের নাম লিখুন। এরপরে Create এ ক্লিক করুন


উপরের নিয়ম সঠিক ভাবে মানলে আপনার চ্যানেল প্রোপার হবে। 

শেষ কথা

আমাদের পোস্টটি কেমন লাগলো তা জনাতে ভুলবেন না। THANK YOU.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন