ছায়াপথ কী? ছায়াপথ কাকে বলে?এর সম্পর্কে নতুন তথ্য ২০২৩। What is a galaxy? What is the Milky Way? New information about the Milky Way 2023.


ছায়াপথ কী? ছায়াপথ কাকে বলে

ছায়াপথ কী এবং ছায়াপথ কাকে বলে-ঃ  আমরা এই বিশাল পৃথিবীতে বসবাস করি কিন্তু কোন সময় চিন্তা করেছি কি? এই পৃথিবীর বাহিরে কি আছে। আমাদের পৃথিবীর বাহিরে আমদের অজানা অনেক কিছু রয়েছে। তার মধ্যে একটি নিয়ে আলোচনা করবো সেটি হলো galaxias। 

আমাদের পোস্টে থাকছে ছায়াপথ কী এবং ছায়াপথ কাকে বলে, ছায়াপথ এর উৎপত্তি, নিকটে কয়েকটি ছায়াপথের নাম, এগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো

আমাদের পোস্টে আরো থাকছে অজানা তথ্য

আমরা আপনাকে এইটুকু আশা দিতে পারি যে আমাদের এই পোস্টটি পড়লে আপনি অজানা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাকে গুগলে আর খুজাখুজি করতে হবে না আপনার অজানা তথ্যের জন্য।

ছায়াপথ কী এবং ছায়াপথ কাকে বলে?


মানুষ যুগ যুগ ধরে আকাশ নিয়ে গবেষণা করে চলেছে কিন্তু আজপর্যন্ত মহাবিশ্বের বাহিরে কি আছে তার সামান্য কিছু জানতে পেরেছে।

আমার মনে হয় এই বিশ্ব যেপর্যন্ত থাকবে সেই পর্যন্ত গবেষণা করে গেলেও আকাশ সম্পর্কে পুরোপুরি জানতে পারবেনা। আপনার কী মনে হয়?

Galaxias হল তারা আথবা নাক্ষত্রিক অবশেষ আথবা আন্তঃনাক্ষত্রিক গ্যাস, ধূলিকণা ও তমোপদার্থ নিয়ে গঠিত মহাকর্ষীয় টানে ঢাকা একটি জগৎ।

ছায়াপথ’ শব্দটির ইংরেজি ‘galaxy’ প্রতিশব্দটির উৎস গ্রিক galaxias শব্দ। যার আক্ষরিক অর্থ, ‘দুধালো’ এটি আকাশগঙ্গা অর্থে ব্যবহৃত হত।

এর আকারের দিক দিয়ে কয়েশোত মিলিয়ন তারা নিয়ে গঠিত হয়। আবার দানবাকৃতি Milky Way গুলো তৈরি হয় কয়েশোত ট্রিলিয়ন তারা নিয়ে আবার তারো বেশি নিয়ে গঠিত হতে পারে।

প্রতিটি Milky Way তার ভরকেন্দ্রের চারদিকে আবর্তনশীল। এগুলো দেখতে উপবৃত্তাকার সর্পিল বা অনিয়তাকার মনে হয়। এগুলো উপবৃত্তাকার সর্পিল বা অনিয়তাকার এই তিন শ্রেণিতে ভাগ করা হয়।

বিজ্ঞানীরা মনে করে থাকে যে Milky Way কেন্দ্রেই অতিবৃহৎ কৃষ্ণগহ্বর অবস্থিত। আকাশগঙ্গা Milky Way মাঝখানের কৃষ্ণগহ্বরটি “ধনু এ” নামে পরিচিত বিজ্ঞানিদের কাছে। এটি সূর্য এর চেয়ে ৪০ লক্ষগুন ভরবিশিষ্ট।

২০১৬ সালের বিজ্ঞানিদের তথ্যনুযায়ী Milky Way গুলির মধ্যে প্রাচিনতম ও দূরবর্তী পথ হলো জিএন-জেড১১। পৃথিবী থেকে এটির দূরত্ব হলো ৩২০০ কোটি আলোকবর্ষ।

মহাবিস্ফোরণের ৪০ কোটি বছর পরেও এটির অস্তিত্ব ছিল বলে ধারণা করে থাকেন বিজ্ঞানীরা।

Galaxias এর উৎপত্তি


এই শব্দটি ইংরেজী শব্দ Galaxy এর প্রতিশব্দ হিসেবে ছায়াপথ ব্যবহার করা হয়। এই শব্দটি গ্রিক (গালাক্সিয়াস) শব্দ থেকে এসেছে।

আমাদের সৌরজগতে যে Galaxy আছে তা গ্রিক নামে দেওয়া হয়েছিল γαλαξίας যার অর্থ kyklos galaktikos বা দুধালো বৃত্তপথ।

পরবর্তীকালে এই নামটিকে বিজ্ঞানীরা সহজে ডাকার জন্য Galaxy নামে নামকরণ করেন।

ছায়াপথ কী? ছায়াপথ কাকে বলে?

আমাদের পৃথিবীর নিকটে কয়েকটি ছায়াপথের নাম


মিল্কি ওয়ে (পৃথিবীর নিজস্ব ছায়াপথ)-------------পৃথিবী থেকে দূরত্ব ০.০২৭ মিলিয়ন আলোকবর্ষ।

স্যাজিটারিয়াস ড্রফ স্ফিরোইডাল গ্যালাক্সি—----------পৃথিবী থেকে দূরত্ব ০.০৮১ মিলিয়ন আলোকবর্ষ।

আরসা মেজর ২ ড্রফ—------পৃথিবী থেকে দূরত্ব ০.০৯৮ মিলিয়ন আলোকবর্ষ।

লার্জ ম্যাজেলানিক ক্লাউড (এলএমসি)----------- পৃথিবী থেকে দূরত্ব ০.১৬৩ মিলিয়ন আলোকবর্ষ।

বুটেস ১ —-------- পৃথিবী থেকে দূরত্ব ০.১৯৭ মিলিয়ন আলোকবর্ষ।

স্মল ম্যাজেলানিক ক্লাউড (এসএমসি, এনজিসি ২৯২)-----------পৃথিবী থেকে দূরত্ব ০.২০৬ মিলিয়ন আলোকবর্ষ।

আরসা মাইনর ড্রফ—----------পৃথিবী থেকে দূরত্ব ০.২০৬ মিলিয়ন আলোকবর্ষ।

ড্রাকো ড্রফ (ডিডিও ২০৮) —---------পৃথিবী থেকে দূরত্ব ০.২৫৮ মিলিয়ন আলোকবর্ষ।

এনজিসি ২৪১৯—------ পৃথিবী থেকে দূরত্ব ০.২৭৫ মিলিয়ন আলোকবর্ষ।

সেক্সটেনস ড্রফ এসপিএস—------পৃথিবী থেকে দূরত্ব ০.২৮১ মিলিয়ন আলোকবর্ষ।

স্কাল্পচার ড্রফ (ই৩৫১-জি৩০)---------------পৃথিবী থেকে দূরত্ব ০.২৮৭ মিলিয়ন আলোকবর্ষ।

আরসা মেজর ১ ড্রফ (ইউএমএ ১ ডিএসপিএস) —-------------পৃথিবী থেকে দূরত্ব ০.৩৩০ মিলিয়ন আলোকবর্ষ।

কারিনা ড্রফ (ই২০৬-জি২২০)---------------- পৃথিবী থেকে দূরত্ব ০.৩৩০ মিলিয়ন আলোকবর্ষ।

ফরনেক্স ড্রফ (ই৩৫৬-জি০৪) —----------পৃথিবী থেকে দূরত্ব ০.৪৬০ মিলিয়ন আলোকবর্ষ।

লিও ২ ড্রফ (লিও বি, ডিডিও ৯৩)----------- পৃথিবী থেকে দূরত্ব ০.৭০১ মিলিয়ন আলোকবর্ষ।

লিও ১ ড্রফ (ডিডিও ৭৪, ইউজিসি ৫৪৭০) —-----------পৃথিবী থেকে দূরত্ব ০.৮২০ মিলিয়ন আলোকবর্ষ ।

লিও টি ড্রফ —---------------পৃথিবী থেকে দূরত্ব ১.৩৭০ মিলিয়ন আলোকবর্ষ ।

ফোনিক্স ড্রফ গ্যালাক্সি (পি ৬৮৩০)---------------- পৃথিবী থেকে দূরত্ব ১.৪৪০ মিলিয়ন আলোকবর্ষ।

বারনার্ড’স গ্যালাক্সি (এনজিসি ৬৮২২) —---------পৃথিবী থেকে দূরত্ব ১.৬৩০ মিলিয়ন আলোকবর্ষ।

এমজিসি১—-----------পৃথিবী থেকে দূরত্ব ২.০০০ মিলিয়ন আলোকবর্ষ।


ছায়াপথ কী এবং ছায়াপথ কাকে বলে এগুলোর সম্পর্কে পড়ে আপনার কেমন লাগলো এবং কতটুকু শিখতে পারলেন তা আমাদের কাছে জানাতে পারেন। Thanks.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন