![]() |
ফ্রি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কোড ২০২২। Free Grameen phone Internet Package Code 2022 |
আপনি কি ফ্রি গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ পেতে চান? তাহলে এই পোষ্টটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব কিভাবে ফ্রিতে ইন্টারনেট প্যাকেজ পাবেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক।
গ্রামীণফোন এই সিম হলো একটি পুরাতন কোম্পানি যেটি আপনি অনেক দিন ধরে দেখে আসতাছেন। তারা সব দিক দিয়ে খুব ভালো সারভিস দিয়ে যাচ্ছে। তারা নতুন বছরের নতুন অফার চালু করেছে। কোম্পানি থেকে মূলত দুই ধরনের ইন্টারনেট অফার দিয়ে থাকে একটি হলো 3G এবং অপরটি হলো 4G। দুটি মিলিয়ে তারা বেশ ভালো অফার দিয়ে থাকে।
গ্রামীণফোন আলাদা আলাদা নেট সারভিস দিয়ে থাকে। ফেসবুকের জন্য আলাদা আবার ইউটিউবের জন্য আলাদা ইন্টারনেট অফার দিয়া থাকে। বিভিন্ন social media এর জন্য ভিন্ন ভিন্ন অফার প্রধান করে থাকে। আর কথা না বাড়িয়ে মুল আলোচনায় ফিরে যাই। ততক্ষন আমাদের সাথেই থাকুন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ দেখার কোড
আপনি কি ইন্টারনেট প্যাকেজ দেখার কোড খুঁজছেন? তাহলে আর দেরি না করে চলে যান
আপনার গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপে। সেখানে ইন্টারনেট প্যাক দেখার পাশাপাশি
ইন্টারনেট কেনার কোড সহ বিভিন্ন ধরনের ইন্টারনেট অফার পাবেন আপনার মনের মাধুরি
দিয়ে সেগুলি কিনতে পারবেন।আরো পাবেন বিভিন্ন ধরনের SOCIAL MEDIA এর অফার।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ 2022
গ্রামীণফোনে ইন্টারনেট প্যাক কেনার জন্য কিছু নির্ধারিত কোড রয়েছে যেগুলো ব্যবহার করে সকল অফার কিনতে পারবেন। যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ।গ্রামীণফোনে ইন্টারনেট প্যাকেজ দেখার বিভিন্ন রকমের নিয়ম আছে তাদের মধ্যে অন্যতম হলো তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের ইন্টারনেট অফার দেখতে পারেন। আবার তাদের দেওয়া GP অ্যাপ আছে সেখন থেকে আপনি ইন্টারনেটের অফার দেখতে পারবেন। জনপ্রিয় আর একটি সিস্টেম হলো আপনার ফোনে যে SMS দিয়ে থাকে সেখান থেকে আপনি ভালো ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ ইমু
ইমু হলো একটি জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপ দিয়ে পৃথিবীর যেকোন দেশে কথা বলা যায় ভিডিও
এবং অডিও কলের মাধ্যে আবার সম্পূর্ণ বিনামূল্যে কি আজব তাই না? কিন্তু আপনি কথা
বলার জন্য ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে। যুক্ত থাকা জন্য আপনার প্রয়োজন
ইন্টারনেট বা ওয়াইফাই। সেই ইন্টারনেট সম্পর্কে নিচে আলোচনা করা হলো।
গ্রামীণফোন কোম্পানি আপনাকে দিচ্ছে ইমু অফার মাএ ২.৬১ টাকায় ২৬ এমবি মেয়াদ ৩ দিন।
এই অফারটি কিনতে ডায়াল *121*3063# ।
১৫ জিবি আপনাকে দিচ্ছে মাএ ৬৪৯ টাকায় মেয়াদ ২৮ দিন। অফারটি কিনতে ডায়াল করতে হবে
*121*3393#।
গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ কোড
গ্রামীণফোনে বিভিন্ন মেয়াদের ইন্টারনেট অফার পাওয়া যায়। তাদের মধ্যে কিছু কোড
দেওয়া আছে। আপরা সেখান থেকে পছন্দ মতে যেকোন একটি কিনে নিতে পারবেন।
গ্রামীণফোন ৫ এমবি মাএ ২.৬২ টাকা, মেয়াদ ৩ দিন, কোড *121*3002#
গ্রামীনফোন ৫১২ এমবি মাএ ৩২টাকা, মেয়াদ ৩দিন, কোড *121*3256#
গ্রামীণফোন ৭৫০ এমবি মাএ ৩৮ টাকা, মেয়াদ ৩ দিন, কোড*121*3366#
গ্রামীণফোন ১ জিবি মাএ ৪৩ টাকা, মেয়াদ ৩ দিন, কোড *121*3101#
২.৫ জিবি (২ জিবি + ৫১২ এমবি বোনাস) মাত্র ৬৯ টাকা, মেয়াদ ৩ দিন, কোড *121*3282#
৩ জিবি (২ জিবি + ১ জিবি বোনাস) মাত্র ১১৪টাকা, মেয়াদ ৭দিন, কোড *121*3344#
৩.৫ জিবি (+ ৫১২ এমবি বোনাস My GP অ্যাপে) মাএ ৭৬ টাকায়, মেয়াদ ৩ দিন, কোড
*121*3060#
৫ জিবি (৪ জিবি + ১ জিবি বোনাস) মাত্র ৮৪ টাকা, মেয়াদ ৩ দিন, কোড *121*3100#
৬ জিবি (৪ জিবি + ২ জিবি বোনাস) মাত্র ১২৯ টাকা, মেয়াদ ৭ দিন, কোড *121*3329#
১০ জিবি [৮ জিবি + ২ জিবি বোনাস] মাত্র ৯৮ টাকা, মেয়াদ ৩ দিন, কোড *121*3346#
১৫ জিবি [+ ২ জিবি বোনাস My GP অ্যাপে] মাএ ১৭৯ টাকা, মেয়াদঃ ৭ দিন, কোড
*121*3359#
২০ জিবি [১৮ জিবি + ২ জিবি বোনাস] মাত্র ১৯৭টাকা, মেয়াদ ৭দিন, কোড *121*3286#
আমাদের ব্লগ থেকে যদি কোন উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে থাকার জন্য রিগুলার
আমাদের ওয়েবসাইট VISIT করুন। আর আপনাদের মতামত জানাতে ভুলবেনা কিন্তু।
THANKS FOR READING THE POST.