আজকে আমরা আলোচনা করবো টেলিটক নাম্বার দেখার উপায়, টেলিটক টাকা দেখার উপায় ২০২২, টেলিটক অফার দেখার নিয়ম, টেলিটক মিনি মিনিট অফার। টেলিটকের স্লোগান হলো টেলিটক আমাদের ফোন। টেলিটক হলো বাংলাদেশের নিজস্ব কোম্পানির সিম। সকল সিম কোম্পানির মত আলোচিত একটি সিম কোম্পানি টেলিটক। যার ব্যবহারকারী অনেক।
ইদানিং টেলিটক সিম দিয়ে অনেক কিছু করা যায়। ইন্টারনেট ব্রাউজিং করা থেকে নিয়ে চাকরির আবেদনের টাকা জমা দেওয়ার কাজ এই সিম দিয়ে করা যায়।
আপনারা অনেকেই আছেন নতুন টেলিটক সিম ব্যবহার করতে চাচ্ছেন বা করেন কিন্তু নাম্বার বের করতে পারেন না। তাদের জন্যই আজকের এই পোষ্ট।
টেলিটক নাম্বার দেখার উপায়
ডায়াল করে নাম্বার দেখার উপায়ঃ এর জন্য আপনাকে যে কাজ করতে হবে তা হলোঃ আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে। তার পরে *551# এই কোডটি লিখে ডায়াল করতে হবে।
SMS করে নাম্বার দেখার উপায়ঃ টেলিটক নাম্বার দেখতে প্রথমে আপনাকে আপনার ফোনের SMS অপশনে যেতে হবে। তার পরে বড় হতের P টাইপ করতে হবে এর পরে ১৫৪ টাইপ করে আপনাকে SMS করতে হবে। কিছুক্ষন পরে একটি SMS এর সাথে আপনার নাম্বার চলে আসবে।
এটি ভিন্ন উপায়েও করা যেতে পারে। বড় হাতের W লিখে ১২১ নাম্বারে SMS করলেও আপনার সিমের নাম্বার দেখা যাবে।
টেলিটক টাকা দেখার উপায় ২০২২
টেলিটক টাকা দেখার জন্য আপনার ফোনের কল অপশনে যেতে হবে। তার পরে ডায়াল করতে হবে *১৫২# । কিছুক্ষণ পর আপনার ফোনের টাকা দেখাবে।
টেলিটক অফার দেখার নিয়ম
একই নিয়মে, টেলিটক অফার দেখার জন্য আপনার ফোনের কল অপশনে যেতে হবে। তার পরে ডায়াল করতে হবে *১৫২# । কিছুক্ষন পরে আপনার ফোনে একটি Choose করার জন্য অপশন আসবে। সেখানে আপনি কি দেখতে চান সেটা দিতে হবে।
টেলিটক মিনি মিনিট অফার
আজকের পোস্টে জানতে পারবে সরকারি টেলিটক মিনি মিনিট অফার সম্পর্কে। এখন টেলিটক কোম্পানি থেকে ছোট ছোট অফার চালু করেছে।
টেলিটক ১২ টাকা থেকে অফার শুরু হয়। ছাত্র-ছাত্রীদের দিকে খেয়াল রেখে তারা তাদের অফার দিয়ে থাকে। কিন্তু তাদের মিনিট অফারের মেয়াদ কাল বেশি দিয়ে থাকে।
টেলিটকে ১২ টাকার মিনিট অফারের মেয়াদ ৩ দিন। এই ধরনে অফার সুধু টেলিটকেই পাওয়া যায়। নতুন একটি মিনিট অফার নিয়ে এসেছে টেলিটক। টেলিটকে ৮৬ টাকায় ১৪৩ মিনিট মেয়াদ কাল ৭ দিন। অফারটি চালু করতে ডায়াল করুন *১১১*৮৬# অথবা SMS করুন “M86” লিখে ১১১ নাম্বারে ।
আশা করি এই পোষ্টি পড়ে আপনাদের টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে ধারণা হয়ে গেছে। এই ধরণের সুন্দর সুন্দর পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।