আমাদের ব্লগে আপনাকে স্বাগতম! আপনি কি রবি মিনিট চেক করতে চান? আজকের এই ব্লগে আপনাদের কে দেখাব কিভাবে মিনিট চেক করতে হয়। আজকের দিনে সব থেকে ভালো সিম অপারেটরদের মধ্যে রয়েছে রবি একটি সিম কম্পানি। তারা বেশ ভালো অফার দিয়ে থাকে ইন্টারনেট প্যাক ও মিনিটের। তাদের গ্রাহকের সংখ্যাও অনেক।
২০২২ সালে রবি সিম অপারেটর ২য় স্থান অধিকার করে আছে বাংলাদেশের মধ্যে। তাদের নিয়েই আজকে আমাদের এই ব্লগটি করা। আশা করি আপনারা সাথে থাকবেন।
রবি মিনিট চেক কোড 2022
বর্তমানে স্মার্ট ফোন ব্যবহারের সংখ্যা অনেক বেশি। যে সকল গ্রাহকেরা স্মার্ট ফোন ব্যবহার করেন তাদের কাছে রবি মিনিট চেক করা একেবারেই সহজ বিষয়। আর যারা স্মার্ট ফোন ব্যবহার করেন না তাদের জন্য একটু কঠিন লাগতে পারে কারণ তাদের কে কোড ব্যবহার করে মিনিট চেক করতে হয়।
যারা স্মার্ট ফোন ব্যবহার করেন না এবং জানতে চান কিভাবে রবি মিনিট দেখতে হয় তাদের জন্য আজকের এই ব্লগ।
যারা স্মার্ট ফোন ব্যবহার করেন তারা প্রথমে প্লেস্টোরে গিয়ে মাই রবি অ্যাপ ডাউনলোড করে নিবেন। তার পরে আপনাকে সেটা ইন্সটল করে নিন। এবার আপনার সিমের নাম্বার দিয়ে সেটাকে লগ ইন করলেই দেখতে পারবেন আপনার সামনে সকল অফার ভাসবে।
সেক্ষেত্রে আপনার ফোন ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে। নাহলে হবে না। আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে তাহলে আমাদের দেওয়া ইউএসএসডি কোড দিয়ে আপনি চেক করতে পারবেন।
রবি মিনিট চেক করার কোড ঃ *২২২*২#।
এছাড়াও রবি মিনিট চেক করতে আপনি এটাও ব্যবহার করতে পারেন ঃ *২২২*৯#।
- আরো কিছু প্রয়োজনীয় কোড জেনে নিন।
- রবি নম্বর চেক করুন কোডের সাহায্যে *২# OR *১৪০*২*৪# ।
- রবি সিমের অফার সম্পর্কে জানতে ডায়াল করুন *৯৯৯# ।
- আপনি রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮# অথবা *৩#।
- রবি এসএমএস চেক করতে এই কোডে ডায়াল করুন *২২২*২# ।
- নিজেই রবি থেকে মিনিট প্যাক কিনে নিন খুব সহজে *0#।
- নিজেই রবি ইন্টারনেট প্যাক ব্যালেন্স চেক করুন খুব সহজে *৩# ।
- ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন এই কোডে *৪#।
- রবি ইন্টারনেট সেটিং কোড পেতে ডায়াল করুন *৫# ।
রবি মিনিট কিনে কিভাবে
বন্দুরা আজকে আপনাদের জানাবো কিভাবে মিনিট অফার কিনতে হয়। এখন টাকা দিয়ে কথা বলার চেয়ে মিনিট দিয়ে কথা বলা সবচেয়ে ভালো সুবিধা কারণ আপনি টাকা দিয়ে যতখন কথা বলতে পারবেন তার চেয়ে মিনিট দিয়ে দ্বিগুণ কথা বলতে পারবে। নিচে মিনিট কোড দেওয়া হলো।
- ১০ মিনিট মাত্র ৮ টাকা ৬ ঘণ্টা *০*১#
- ২১ মিনিট মাত্র ১৪ টাকা মাএ ১৬ ঘণ্টা *০*২#
- ৪২ মিনিট মাত্র ২৭ টাকা ২৪ ঘণ্টা *০*৩#
- ৬৭ মিনিট মাত্র ৪৩ টাকা ৪ দিন *০*৪#
- ১০০ মিনিট মাত্র ৬৪ টাকা ৭ দিন *০*৫#
- ১৬০ মিনিট মাত্র ৯৯ টাকা ৭ দিন *০*৬#
- ৩৪০ মিনিট, মাত্র ২০৭ টাকা, ৩০ দিন *০*৭#
- ৮০০ মিনিট, মাত্র ৪৯৭ টাকা ৩০ দিন , *০*৮#
- ২৩০ মিনিট+ ৫১২ এমবি, মাত্র ১৪৪ টাকা ১৫ দিন, *০*৯#
- ৫০০ মিনিট, মাত্র ৩০৭ টাকা ৩০ দিন , *০*১০#
- ৫৬০ মিনিট+১ জিবি, মাত্র ৩৪৮ টাকা ৩০ দিন, *০*১১#
- ৯৫০ মিনিট+১ জিবি মাত্র ৫৭৪ টাকা ৩০ দিন *০*১২#
রবি মিনিট কার্ড
স্ক্র্যাচ কার্ডে মাত্র ৯ টাকায় পেয়ে যাবেন ৩২ এম বি ৩ দিন মেয়াদে। স্ক্র্যাচ কার্ডে মাত্র ৪৯ টাকায় পাবেন ৫০০ এম বি মেয়াদ কাল ৭ দিন। অফার চলা কালিন সময়ের মধ্যে যে গ্রাহক সপ্তাহে ৬ দিনের মধ্যে প্রতিদিন একবার করে এবং ৭ম তম দিনে (সকাল ১০ঃ০০ এবং সন্ধ্যা ৬:৫৯ এর মধ্যে) ২০ টাকায় মিনিট কার্ডে কিনে অ্যাক্টিভ করবেন তিনি ১ লাখ টাকা বিনামূল্যে পেয়ে জাবেন। এছাড়াও পরে যে ৪ জন সাপ্তাহিক অফার কিনবেন তাদের কে ৫০০০ টাকা দেওয়া হবে। এভাবে প্রতি সপ্তাহে ৫ জনকে এই অফারের সুযোগ দেওয়া হবে।
রবি কার্ড রিচার্জ কোড
অনেক সহজে আপনারা রবি কার্ড রিচার্জ করতে পারবেন এই পোষ্টটি পড়ে। রিচার্জ করার জন্য নিচের ধাপগুলো অনুসণ করুন।
আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১১১* তার পরে কার্ড নাম্বার লিখে রবি নাম্বারে ডায়াল করুন। কিছুখন পরে এইটি এস এম এস পাবেন যেখানে মিনিট পাওয়া কথা উল্ল্যেখ করা থাকবে।
উপরে প্রক্রিয়াগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে দেবে। যদি কাজে দেয় তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার যদি কোন জাগায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানা নাতে পারেন। ধন্যবাদ।