টেলিটক সিম এর নাড়িভুরি উদ্বার ২০২৩। Tele talk SIM's Nair Buhari Udbar 2023

 

টেলিটক সিম এর নাড়িভুরি উদ্বার ২০২৩। Teletalk SIM's Nari Bhuri Udbar 2023

আজকে আমরা টেলিটক সিম সম্পর্কে সকল তথ্য জানার জন্য চেষ্টা করবো। এই পোস্টে আপনাদের জানাবো এই সিমের দাম কত। সিমের বিক্রয় কেন্দ্র কোথায়। সিমের মেলা দেওয়া হয় কি না। এই সিমের সুবিধা আছে কি না। তার পরে জানাব এই সিম রিপ্লেস করা যায় কি না। আজকের এই পোস্টটি আপনার জন্য খুব ইন্টারেস্ট হতে চলেছে।

টেলিটক এই সিম হলো বাংলাদেশের একটি নিজস্ব কোম্পানির সিম। এই সিম বাংলাদেশের প্রায় সকল মানুষ ব্যবহার করে। এই সিম দিয়ে সব কাজ করা যায়। আপনি চাইলে এই পোস্ট পড়ার পরে একটা সিম কিনে নিতে পারেন।

টেলিটক সিমের দাম 


আপনি যদি টেলিটক সিম কিনতে চান তাহলে, একটি সিমের দাম মাএ ১৫০ টাকা। এর সাথে আপনি কিছু মিনিট ও ইন্টারনেট অফার এবং SMS ফ্রিতে পাবেন।

যদি দুটা সিম কিনতে চান তাহলে দুটা মিলিয়ে কিছু টাকা কম নিতে পারে আবার নিতে নাও পারে কারণ সিমের একটি নির্ধারিত দাম থাকে সেই দামের চেয়ে কম নেয় না।
 
টেলিটক সিম বিক্রয় কেন্দ্র

এখন আপনার বাসা বা বাড়ির পাশে সিম বিক্রি করার অনেক দোকান আছে সেখানে গিয়ে এই সিম কিনতে পারেন। যদি আপনি সেখানে না পান তাহলে আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে। সেখানে অনেক সিম পেয়ে যাবেন। আপনার মনের মতন সিম কিনে নিতে পারবেন।


সিম কেনার জন্য যা দকারঃ যেকোন সিম কেনার জন্য আগে দরকার NID কার্ড। আপনার যদি না থাকে তাহলে আপনার পরিবারের যে কারো NID কার্ড হলেই চলবে। কিন্তু মনে রাখতে হবে যার NID কার্ড দিয়ে সিম তুলবেন তাকে সাথে নিয়ে যেতে হবে।
 


টেলিটক সিমের মেলা

সাধারণত আপনার বাসা বা বাড়ির আসে পাশে এই সিমগুলোর মেলা বসে থাকে। সিমের মেলা সব সময় হয় না। অনেক দিন পর পর হয়ে থাকে।

সিম মেলা থেকে আপনি সিম কিনলে কাস্টমার কেয়ার থেকে দাম অনেক কমে পাবেন। কিন্তু আপনি সুবিধা গুলো একই পাবেন।

কিন্তু আপনাকে মনে রাখতে হবেঃ যেকোন সিম কেনার জন্য আগে দরকার NID কার্ড। সেটা আপনার হোক আর আপনার পরিবারের হোক। উপরে এই বিষয়ে বিস্তারিতভাবে বলা আছে।


টেলিটক সিম এর নাড়িভুরি উদ্বার ২০২৩। Tele talk SIM's Nair Buhari Udbar 2023

টেলিটক সিমের সুবিধা

এই সিম অন্য যেসল সিম আছে তাদের মতই সুবিধা দিয়ে থাকে। কিন্তু এই সিম দিয়ে অনলাইনের কাজ করা যায়। যেমনঃ আপনি চাকরির আবেদন করলে সেই আবেদনের টাকা জমা দিতে পারবেন। এবং দপ্তরে চাকুরীর জন্য আবেদন করলে সেই টাকা জমা দেওয়া যায়।

এছাড়াও আরো সুবিধা পাওয়া যায়। টেলিটকে বর্ণমালা এবং আগামী প্যাকেজের কলরেট সর্বদা 25 পয়সা বা মিনিট অননেট আর অফনেটে সর্বদা 78 পয়সা বা মিনিট। সর্বদা ১০ পয়সা সেকেন্ট কাটে।
 

টেলিটক সিম রিপ্লেসমেন্ট


আপনি কি এই সিম রিপ্লেসমেন্ট করতে চান? তাহলে করতে পারবেন আমাদের এই পোস্টটি পড়ার পরে। হ্যা, সিম রিপ্লেসমেন্ট করা যায়।

সিম রিপ্লেসমেন্ট করতে কত টাকা লাগবে?ঃ আপনি যদি আপনার নিকট তম কাস্টমার কেয়ার অথবা বায়োমেট্রিক রিটেইলার থেকে রিপ্লেসমেন্ট করতে চান তাহলে আপনাকে ২০০ টাকা দিতে হবে।

আর আপনি যদি টেলিটক ডোর স্টপ সার্ভিস থেকে সিম রিপ্লেসমেন্ট করতে চান তাহলে আপনাকে ২৫০ টাকা দিতে হবে। আপনাদের যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে তুলে নিতে পারেন।

পরিশেষে বলতে চাই। যেই সিমই চালান না কেন আপনাকে টাকা দিয়েই সকল কাজ করতে হবে। আমাদের পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।



একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন