ইউটিউব প্রতিষ্ঠাতা কে? Youtube এর অজানা তথ্য Who is the founder of YouTube? YouTube unknown information.

 

ইউটিউব প্রতিষ্ঠাতা কে? Youtube এর অজানা তথ্য  Who is the founder of YouTube? YouTube unknown information.

আসসালামু আলাইকুম, আমরা জানি এখনকার সময়ে Social Media এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো YouTube। আজকে জানবো ইউটিউব প্রতিষ্ঠাতা কে। 

Smart Phone আসার পর থেকে ইউটিউব এর ব্যবহারকারী সাথে সাথে অনেক গুনে বেড়ে গিয়েছে। বাড়ারিতো কথা সেখানে কি না পাওয়া যায়। সেখানে সকল ধরণের ভিডিও পাওয়া যায়।

দিন যতই যাচ্ছে ততই এই প্রতিষ্ঠানগুলো নতুন নতুন বিষয় তৈরি করচ্ছে। তারা আরো নতুন নতুন বিষয় নিয়ে আসবে এটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে। যাইহোক মূল আলোচনায় আসি।

ইউটিউব প্রতিষ্ঠাতা কে 


২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি তিনজন PayPal কর্মীর মাধ্যমে একটি Video স্ট্রিমিং ওয়েবসাইট তৈরি করেছিলেন যা বিশ্বের মধ্যে আজ ইউটিউব নামে পরিচিত।

ইউটিউব হলো দ্বিতীয় বৃহত্তম একটি সার্চ ইঞ্জিন ওয়েবসাইট, এই প্ল্যাটফর্ম আমেরিকান অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম।

YouTube তৈরির মূলে ছিল জাভেদ করিম/Jawed Karim (জার্মান বাংলাদেশি) তার সাথে ছিল আরো দুজন তার বন্ধু। তারা হলো চাদ হারলি/ Chad Hurley, এবং Steve Chen/ স্টিভ চেন।

ইউটিউব এর বর্তমান মালিক কে

Google ২০০৬ সালে ইউটিউবকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে কিনে নিয়েছিল। এখন YouTube এর বর্তমান মালিক গুগল।

এখন সেই প্ল্যাটফর্মটির সকল কাজ করে থাকে গুগল। গুগল সম্পর্কে আরো জানুন

YouTube কি কারনে তৈরি করা হয়েছিল?


তারা চাচ্ছিল তাদের তিন বন্ধুর মধ্যে কিভাবে ভিডিও শেয়ার করা যায়। তখন তারা অনলাইনে খুজা খুজি করতে লাগলো কিন্তু তারা কোন ভালো প্ল্যাটফর্ম খুজে না পেয়ে তারা নিজেরা তৈরি করবেন বলে সিদ্ধান্ত নিল।এভাবেই জন্ম নিল বিখ্যাত এই চ্যানেলটির।

ইউটিউব এর প্রথম ভিডিও কোনটি

সর্বপ্রথম YouTube এ জাওয়েদ করিম নামের এক ব্যাক্তি ভিডিও আপলোড করেন। এই জাওয়েদ করিম হলো একজন ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা ছিলেন।তিনি ছিলেন আমারিকার একজন বাসিন্দার।

বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কে

বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার কে এটা অনেকে মনে মনে ভাবেন। আমরা আজ যার কথা বলবো সে কাল বড় ইউটিউবার নাও থাকতে পারে। দিন দিন চেনেলের subscriber ও view নাও থাকতে পারে।

বাংলাদেশের বড় ইউটিউবার তৌহিদ আফ্রিদি ধরা হয়ে থাকে। সে এখন বাংলাদেশের টপে আছে। তার চেনেলের নাম হলো “TAWHID AFRIDI” ।

তিনি ২০১৫ সালের ৩ ফ্রেব্রুয়ারি তার YouTube চেনেলটি চালু করেন। তার চেনেলের সাবস্ক্রাইবার এর সংখ্যা ৫.২১ মিলিয়ন।

আমরা এটা আনমানিক ধারণা দিয়েছি। এর বড় চেনেল থাকতে পারে।

বাংলাদেশের প্রথম ইউটিউবার কে

আমরা অনেকে আছি বাংলাদেশের প্রথম ইউটিউবার কে এটা জানতে চায়। বাংলাদেশের প্রথম youtuber হলো সালমান মোহাম্মদ মুক্তাদির।

তার চেনেলের নাম হলো 'স্যামন দ্য ব্রাউনফিস' আর একটির নাম হলো 'স্যামন দ্য পুঁটিমাছ'।


ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবার কে

ইন্ডিয়ার সবচেয়ে বড় ইউটিউবারের নাম হলো অজয় নগর। এর জন্ম হয় অজয় নগর তাই তার নাম দেওয়া হয়েছিল অজয় নগর। তার একটি চেনেল চালু করা হয় ফুটবল টিকস এর উপরে।

তার চেনেলের নাম হলো STeaLThFeArzZ।

পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কোনটি

T- series সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল। এটি একটি ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল। এই চ্যানেল চালু করা হয়েছিল ১৩ মার্চ ২০০৬ সালে। এইটি পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল ধরা হয়।

শেষ কথা

আমরা একটা কথাই বলতে চাই তা হলো আপনি যদি একটি YouTube চ্যানেল চালু করতে চান তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। যাদের চ্যানেল আজ এত বড় হয়েছে তার চ্যানেলের পিছনে সময় ব্যায় করেছে।

ইউটিউব প্রতিষ্ঠাতা কে? এই তথ্যগুলো ভালো লেগেছে। ভালোলাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত দিয়ে যাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন