গুগল/google নামটা যেমন এর কাজগুলাউ তেমন। ঠিক ধরেছেন আজকে আমরা আলোচনা করবো গুগল নিয়ে। আপনারা যারা ইন্টারনেট/internet এর সাথে পরিচিত আছেন তারা হয়তো জানেন গুগল ছাড়া আজকাল কিছুই করা যায় না।
আজ থেকে ২০ - ২৫ বছর আগের কথা ভাবেন। সেই সময় কোন তথ্য খুজা বা কারো কাছে পাঠানোর জন্য অন্য কারোর সাহায্যের প্রয়োজন হতো। আজকের এই সময় চিন্তা করেন। যুগ কত আপডেট হয়েছে তাই না?
এসব সম্ভব হয়েছে সুধু গুগলের মাধ্যমে। গুগলে কি নেই? তথ্য থেকে শুরু করে সকল কিছু আছে সেখানে।আপনি চিন্তাও করতে পারবে না।
আপনি গুগলে যে সকল তথ্য পাই সেই সব তথ্য কেউ গুগল post করে থাকে। গুগল আজ এতো আপডেট করেছে তাদের System কোন কিছু ভুল খুঁজে পেলে সেটা আর allow করে না।
যাইহোক! গুগলকে চালানোর জন্য ইন্টারনেটের প্রয়োজন আছে। সব কাজ করার জন্য internet একটি গুরুত্বপূর্ণ আবধান রয়েছে। নিচে আরো জানুন।
গুগল অর্থ কি?
অনেকে আছে গুগল অর্থ কি জানতে চান। আসলে গুগলের কোন মানে নেই। গুগল নামটি এসেছে একটি গানিতিক গোগল থেকে। যার মানে হলো ১ এর পরে ১০০ টি শূন্য। এই নামটি এসেছে ভুল করে লেখার মাধ্যমে।এনিয়ে এখনো গল্প প্রচলিত আছে ইন্টারনেট জগতে। একজন প্রকৌশলী তার নাম লেখার সময় তার নামের বানান ভুল করেছিল। সেই থেকে Google এসেছে। এটা কি আসলে Right?।
গুগল সার্চ ইঞ্জিন কি?
গুগল সার্চ ইঞ্জিন হলো ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফট্ওয়্যার প্রোগ্রাম। কেউ গুগল সার্চ করলে তার প্রয়োজনে একটি নির্দিষ্ট তথ্য প্রদান করে। এটি একটি স্প্রিপ্টের মধ্যে রান করানো হয়।আপনি এটি একটি মাকড়সার সাথে তুলনা করতে পারেন। যা সারা নেট জগতে ছড়িয়ে আছে।
আপনি যখন কোন একটি তথ্যের জন্য Google সার্চ ইঞ্জিনে সার্চ করেন তখন কোটি কোটি ওয়েব পেজ থেকে আপনার দরকারি নির্দিষ্ট একটি ওয়েব বের করে দেয়।
গুগল কে আবিষ্কার করেন?
গুগল কে আবিষ্কার করেন পিএইচডি student যাদের নাম ছিল ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন।
১৯৯৬ সালে গবেশনা প্রকল্পে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি student যাদের নাম ছিল ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন কাজ শুরু করেন। ওই সময় সার্চ ইঞ্জিনের কাজ ছিল কতবার তথ্য সার্চ করেছে মানুষ।
তারা চাইতো কিছু আলাদা কাজ করে দেখাতে। তার পর থেকে কাজ শুরু করে এবং আজ তারা সফল হয়েছে।
গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন তারা একটি প্রাভেট কোম্পানি হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ১৯শে আগস্ট এই কোম্পানি পাবলিকদের জন্য অনমুক্ত করে দেয়।সেই সময় থেকে মানুষ ধিরে ধিরে এটির ব্যবহার শুরু করেন।
গুগল কোন দেশের কোম্পানি
গুগল হচ্ছে, গুগল লায়াবেরিটি কোম্পানি ইন্টারনেটভিত্তিক সেবা ও পণ্য সেবা দানকারী একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।এখন এই কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে নির্মাণ করেছে। সেখান থেকে এই বিশাল এক মায়াজাল ইন্টারনেটের ওয়েব পেইজ চালাচ্ছে।
গুগল এর প্রকৃত নাম কি
অনেকে আছে গুগল এর প্রকৃত নাম কি জানতে চান। আসলেই গুগলের কোন প্রকৃত নাম নেই। গুগল নামটি এসেছে একটি গাণিতিক গুগল(gogol) থেকে। যার মানে হলো ১ এর পরে ১০০ টি শূন্য।এই নামটি এসেছে ভুল করে লেখার মাধ্যমে।Google এর পরিচালক কে?
Google এর পরিচালক কে পিএইচডি student যাদের নাম ছিল ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন তারা পরিচালক।
১৯৯৬ সালে গবেষণা প্রকল্প ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি student যাদের নাম ছিল ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন কাজ শুরু করেন।
গুগলের বর্তমান মালিক কে
গুগলের বর্তমান মালিক কে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন।
আপনারা মনে করতে পারেন যে শুধু গুগল আলাদা একটি কোম্পানি। না এর শাখা প্রশাখা YouTube, Facebook ও আরো social media গুলো।
আমাদের ব্লগটি পড়ে আপনারা যদি কোন উপকার পান তাহলে আপনাদের মতামত জানাতে ভুলবে না। এবং আরো নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাইটে প্রতি দিন চোখ রাখুন। THANK YOU।