ইন্টারনেট কি? এই সম্পর্কে একটি ধারণা দেওয়া চেষ্টা করব।
ধীরে ধীরে মানুষ নেটে বিশ্বাসী হয়ে গেছে। রিতিমতো বলা যায় নেট হলো শরিরের একটা অংশ। অনেকেই নেট ব্যবহার করাকে মানব অধিকার করে নিয়েছে। কেন না, বর্তমান যুগে সব কাজ নেটের মাধ্যমে চালিত।
তথ্য আদান প্রদান থেকে নিয়ে অনলাইনে কেনা বেচা ও টাকা লেন দেন করার মতো বিশাল কাজ অনলাইনে করা হচ্ছে। তাই এখন মানুষ অনলাইনে নির্ভর হয়ে যাছে।
আজকে ব্লগে আমরা নেট সম্পর্কে সকল তথ্য দেওয়া জন্য ট্রাই করবো। আপনি যদি নেট সম্পর্কে না জেনে থাকেন তাহলে ভালো! আমরা আপনাকে পুরোপুরি ধারণা দিব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
ইন্টারনেট কি?
হলো ইন্টারকানেক্টেড নেট্ওয়ার্ক(interconnected network)। এই নেট্ওয়ার্ক বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যে কম্পিউটার নেট্ওয়ার্কগুলো একে অপরের সাথে সংযুক্ত করার মধ্যমকেই বলা হয়।এটাকে আবার প্রায়ই নেট বলে থাকে। এই নেট্ওয়ার্ক দিয়ে আমরা ভিবিন্ন ব্রাউজারে প্রবেশ করে থাকি।
কি ধরনের নেটওয়ার্ক
এটি হলো এক ধরনের গ্লোবাল নেটওয়ার্ক যার সাহয্যে পৃথিবীর সকল কম্পিউটার একটা অপরটার সাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে।এটিকে পৃথিবীর সব থেকে বড় নেটওয়ার্ক বলা হয় কারণ এটি পৃথিবীকে হাতের মুঠোই আনতে সক্ষম হয়েছে। এই নেটওয়ার্ক দিয়ে পৃথিবীতে ছড়িয়ে থাকা সার্ভার গুলোতে সরাসরি এক্সেস করা যায়। আপনি এই নেটওয়ার্ক কে একটি জাল মনে করতে পারেন।
এই জালের ভিতরে যত মাছে আছে সেগুলো হলো একএকটি মাছের মত। এই মাছগুলো যে জালে ধরে রেখছে সেগুলো হলো কম্পিউটার। নেট হলো একটি মায়া জাল যার ভিতরে সকল কম্পিউটার।
এটি কত প্রকার ও কি কি?
একটি ইংরেজি শব্দ internet। এই শব্দ টি “ইথারনেট” থেকে নির্গত হয়েছে। এর বাংলা অর্থ দাঁড়ায় “অন্তর্জাল”। দুটি শব্দ থেকে গঠিত এটি তা হলো inter এবং net এই দুটির একসাথে যার অর্থ হলো সংযুক্ত জাল।অর্থাৎ এই নেটওয়ার্ক হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু কম্পিটার যে নেটওয়ার্ক বা জালের মধ্যে সংযুক্ত হয়ে ডেটা আদান প্রদান করে।
মূল এটি ৬ ভাগে ভাগ করা যায় যেমনঃ
- ডায়াল-আপ (Dial-up)
- ডিএসএল (DSL)
- স্যাটেলাইট (Satellite)
- ক্যাবল ( Cable)
- ওয়ারলেস (Wireless)
- সেলুলার (Cellular)
- ডায়াল-আপ (Dial-up)
স্ট্যান্ডার্ড মোবাইল থেকে যে সংযোগ পাওয়া যায় তাকেই ডায়াল-আপ বলে।
- ডিএসএল (DSL)
ডায়াল-আপ এর ধির গতির জন্য এর পরিবর্তে গতি বাড়ানো জন্য ডিএসএল বাজারে এসেছে।
- স্যাটেলাইট (Satellite)
এইটি হচ্ছে দ্রুতগতিসম্পন্ন পরিসেবা। তার বিহীন পরিসেবা দিয়ে থাকে।
- ক্যাবল(cable)
এর মাধ্যমে ব্রডব্যান্ডের সংযোগ দিয়ে ব্যবহার করে থাকে।
- ওয়ারলেস (Wireless)
দুটি ডিভাইস যখন এক সাথে সংযোগ করে ডেটা আদান প্রধান করা হয় তখন তাকে ওয়ারলেস বলে।
- সেলুলার (Cellular)
আমরা মোবাইল ফোনে যে ইউজ করা হয় তাকেই সেলুলার বলা হয়।
ইন্টারনেট এর জনক কে?
ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছি কিন্তু আমরা কি জানি net আবিষ্কার করেছেন কে? এর পিছনে কি কাহিনি। মনে হয় অনেকেই জানি না। চলুন জেনে নেওয়া যাক।১৯৮৩ সালের ১লা জানুয়ারী আনমানিক এটি আবিষ্কার হয়েছে। এর জনক হলো Vinton Gray Cerf. এইটির আবিষ্কারের পেছনে রয়েছে অনেকেরি দীর্ঘ দিনের পরিশ্রম।
ইন্টারনেট কি ? এই সম্পর্কে বলে শেষ করা যাবে না তাই আমাদের সাধ্যমতে তথ্য দেওয়ার ট্রাই করেছি।
আশা করি ভালো লেগেছে এবং এখান থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ব্লগটি ভালো লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। Thank you.